জলপাইগুড়ি শহরে আরও এক কোভিড পজিটিভ রোগীর মৃত্যু , গত কয়েকদিনের তুলনায় রবিবার সংক্রমণ কমল পুরসভা এলাকায় - nagariknewz.com

জলপাইগুড়ি শহরে আরও এক কোভিড পজিটিভ রোগীর মৃত্যু , গত কয়েকদিনের তুলনায় রবিবার সংক্রমণ কমল পুরসভা এলাকায়


প্রদ্যুৎ দাস, জলপাইগুড়ি, ২২ নভেম্বর : জলপাইগুড়ি শহরে আরও এক করোনা আক্রান্তের মৃত্যু হল রবিবার।‌ মৃত ব্যক্তি শহরের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এদিন এই খবর জানিয়েছেন জলপাইগুড়ি পুরসভার কো-অর্ডিনেটর সৈকত চট্টোপাধ্যায়। সৈকতবাবুর‌ তিন নিকট আত্মীয়‌ও কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। তবে রবিবার বিকেল তিনটে পর্যন্ত যে রিপোর্ট হাতে এসেছে তার ভিত্তিতে গত কয়েকদিনের তুলনায় জলপাইগুড়ি শহরে সংক্রমণ খানিকটা কমেছে বলে মনে করছেন ‌পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো। শনিবার জলপাইগুড়ি পুর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা ছিল বারো ।‌ রবিবার বিকেল তিনটে পর্যন্ত সেই‌ সংখ্যা ছয় বলে জানা গেছে। আক্রান্তদের বাড়ি কনটেইনমেন্টের পাশাপাশি স্যানিটাইজড করেছে পুরসভা । উপসর্গ দেখা দিলেই কালবিলম্ব না করে কোভিড টেস্ট করিয়ে নিতে নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছেন সৈকত চট্টোপাধ্যায়। 

আক্রান্তের বাড়ি কনটেইনমেন্ট করার কাজ চলছে

                  ভিডিও 




                   ছবি – নিজস্ব এবং সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *