এবারের ধনতেরাস ঘুরে দাঁড়ানোর , এবারের ধনতেরাস পাশে দাঁড়ানোর - nagariknewz.com

এবারের ধনতেরাস ঘুরে দাঁড়ানোর , এবারের ধনতেরাস পাশে দাঁড়ানোর


 

আজ ধনতেরাস কার্তিক মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উদযাপিত হয় ধন মানে সম্পদ তেরাসের উদ্ভব ত্রয়োদশী শব্দ থেকে ধনতেরাসকে বলা হয় ধনাত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশীও দীপাবলীর দুদিন আগে উত্তর পশ্চিম ভারত জুড়ে ধনতেরাস উৎসব হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে উদযাপিত হয়। এদিন ধনসম্পদ কামনায় ধনদৌলতের দেবতা কুবেরের আরাধনা করে থাকেন গৃহস্থ ধনতেরাসের রাতে দেবী ধনবত্রী বা মা লক্ষ্মীর পুজো করেন অনেকে। 


বাঙালি ধনতেরাস পার্বন থেকে দূরেই থাকত আগে পশ্চিমবঙ্গের অবাঙালি হিন্দু সমাজ বিশেষ করে গুজরাটি মারওয়াড়ি সম্প্রদায়ের মধ্যে ধনতেরাস সীমাবদ্ধ ছিল। কিন্তু যেকোনও সম্প্রদায়ের উৎসব থেকেই বেশি দিন দূরে থাকতে পারে না উৎসবপ্রিয় বাঙালিহিন্দু ধনতেরাস উপলক্ষে সোনা , রূপা সহ যেকোনও ধরণের মূল্যবান সামগ্রী কেনাই রেওয়াজ মারওয়াড়ি , গুজরাটি পরিবারের মেয়ে উরা তো কেনেন এমনকি বাঙালি পরিবারেও এখন নতুন জিনিস কিনে ঘরে আনা হয়  

এবার উৎসব মরশুমেও কোভিড অতিমারির অত্যাচার থেকে মানুষের রেহাই নেই করোনার কারণে অনেকটাই ম্লান ধনতেরাস পার্বন সংক্রমণ লকডাউনের ধাক্কায় দেশের অর্থনীতি রীতিমতো ডাউন ব্যবসা বাণিজ্য লাটে বাজারের অবস্থা শোচনীয়।লক্ষ লক্ষ মানুষ কর্মহীন আট মাস পরেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয় নি। যদিও সংক্রমণের মধ্যেই জীবনে স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনার প্রাণপণ চেষ্টা করছে মানুষ। ধনতেরাস সংসারে সমৃদ্ধি কামনার উৎসব এই সঙ্কটকালে আবার ঘুরে দাঁড়াতেই হবে সবার হাতে হাত রেখে তবেই অনটন দূর হবে। লক্ষ্মী আসবেন ঘরে ঘরে। আজ ধনতেরাস কাল শ্যামা পুজো পরশু আলোর উৎসব দীপাবলী এই উৎসব মরশুমেই অন্ধকার কেটে আবার আলোর কিরণ দেখা দেবে এটাই সবার প্রার্থনা  


 ছবি: সংগৃহীত ও প্রদ্যুৎ দাস 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *